আসলে মানুষ নিজেকে ভালবাসে, নিজের জন্য বাঁচে। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মত করে জীবন সাজানো অনেক কঠিন। নিমিষেই ভেঙ্গে যায়। ভালবাসাটা হল একজন মা তার শিশুর প্রতি যে মমতা নিঃশেষ করে দেয়, তা কোন অভিনয় নয়।
"আর ভালোবাসা তো এটাই বৃদ্ধ হসপিতালের শেষ স্পন্দন পযন্ত বৃদ্ধার ছেড়ে না যাবার প্রথনা"
সাইনল্যাবের রাস্তায় হাত ধরে কান্না কিংবা ভীড় ঠেলে উঠা পাব্লিক বাসের উষ্ণ আলিঙ্গন অথবা গভীর রাতের ঘুম জড়ানো কন্ঠে ভালবাসা নামক মিথ্যাচারিতা সব.!! "ভালবাসার বৃত্তে কোন জ্যা, কেন্দ্র, ভূমি, পরিধি থাকে না যেটুকু থাকে সেটুকু হলো হৃদয়ের গহীন উপত্যকায় সম্মিলিত মহাকালের চাষাবাদ"। যার দিকে তাকিয়ে দুটা রাত সময় দিবে তার জন্যই একটা মায়া চলে আসবে।
Comments
Post a Comment