এই শহরে দিনগুলো কাটিয়ে দেয়ার মতো উপলক্ষ অনেক আছে, রাতগুলোও কাটিয়ে দেয়া যায় অন্য কোনভাবে। শুধু শেষরাতে কেউ কেউ আবার ব্যস্ত হয়ে পড়ে ছোটবেলায় পরিসংখ্যান থেকে শেখা ট্যালি চিহ্নের ব্যাবহারে। আরেকটা দিন পার করা আসলেই তার জন্যে অনেক কিছু। সুখের খবর এই যে, এই শহরে "সুখী" থাকাটা বাধ্যতামুলক করে দেয়া হয়নি। কিংবা দু:খ নিয়ে টিকে থাকাটা এখনো অপরাধের তালিকায় ধরে নেয়া হয়না ।