একটা মজার ব্যাপার হচ্ছে, বিষন্নতার রং কেমন হয়?
এই বৃত্তকার পৃথিবীতে আপনি ঠিক যা করবেন তা একদিন ঘুরেফিরে আপনার কাছেই চলে আসবে আসতে বাধ্য প্রকৃতির হিসাব একদম আলাদা প্রকৃতি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আপনি সবকিছু থেকে মাফ পেলেও প্রকৃতির কাছ থেকে মাফ পাওয়ার কোন রাস্তা নাই সবার হাত থেকে ছাড়া পেলেও প্রকৃতির হাতে আপনি বন্দী, যখন তখন ধরে ফেলতে পারে !! কারণ পৃথিবীতে ঠকানো বা ঠকে যাওয়ার ফল কখনো অনিশ্চিত হিসাব হয়না...!!" বিষন্নতার রং চিনতে পারলে বুঝতে পারতো।
Comments
Post a Comment