Skip to main content

Posts

Showing posts from March 3, 2021

মৃত্যু অথবা মুক্তি

 আত্মহত্যা মহাপাপ। সেটা জেনেও মানুষ আত্মহত্যা করে। কারন সে বাঁচতে চায়। তার কাছে এই পাপিষ্ট মৃত্যুর চেয়ে বেঁচে থাকাটা বেশি অসহনীয়। খুঁজে দেখো, কতটা কষ্ট আর অশ্রু জড়িয়ে আছে একটা আত্মহত্যার পিছনে। শিউরে উঠতে বাধ্য হবে। তবে, স্মৃতিহত্যা সম্ভব হলে কমে যেত আত্মহত্যা।