Skip to main content

Posts

Showing posts from December 29, 2020

কামিনী রায়

   পুরো শহরটা নিয়নের বাতির আলোয় মিটিমিটি করছে। রাত গভীর হলে বাতিগুলোকে দুর থেকে জোনাকি পোকার মতো মনে হবে। একা দাড়িয়ে আছি। কালচে অন্ধকারে শরীর টা হালকা দেখা যাচ্ছে। বাতাস বইছে। বাতাসটা অনেকটা শীতল মনে হচ্ছে। তবে হীম শীতল না। বৃষ্টি ভেজা নিমপাতা গুলো ঝিরি ঝিরি শব্দে নড়ে চলেছে। আকাশটাকে খুব কাছে মনে হচ্ছে। ইচ্ছে করছে তারাগুলো কে ছুয়ে দেখতে। জানি চাওয়া টা ভুল, এমনকি আমি নিজেও ভুল পথের যাত্রী। কামিনী রায়ের কবিতাটা আজ খুব মনে পড়ছে। যাহা চাই, তাহা ভুল করে চাই