আকাশে চিল ভাসমান নেমে আসে নিচে রোদের মতন তবু রোদ পড়ে গ্যাছে মনে হয় যেনো সব বেলাশেষের ক্লান্ত পথিক। চিত্রাহরিণের মতো দলবেঁধে প্রচন্ড বেগে এগিয়ে যাচ্ছে সূর্যের দিকে অমরতা পাবে বলে আমি ফিরে যাচ্ছি পিছনে অন্ধকার ধেয়ে আসছে আমাকে খাবে বলে ডাকাতের মতো কালো কঙ্কাল