Skip to main content

Posts

Showing posts from December 10, 2020

তোমার শহর

  একদিন চেহারায় দীপ্তি বদলে বয়সের ছাপ ফুটে উঠবে,কালো চুল সাদা হবে,খালি চোখে ভারী চশমা উঠবে, হাঁটবো কুঁজো হয়ে তোমার শহর ঘুরে বেড়াব। বুকে কফ জমা কাশি দিয়ে মুচকি একটা রেখা অতিক্রম করবে

সময়ের খেলা সময়ে খেলে

  অনুভূতি ক্ষেত্র বিশেষ। একই ঘটনার দুই রকম অনুভূতি হতে পারে। ঠিক তেমনি প্রত্যেকটি অনুভূতির ইচ্ছে এবং চিন্তা আছে। নিজেকে আবিষ্কার করার জন্য সব চাইতে ভালো সময় হল- যখন আপনি রয়েছেন একটি খারাপ সময়ে.।

ভবিষ্যৎ নিয়ে ভাবতাম

  একটা সময় খুব ভবিষ্যৎ নিয়ে ভাবতাম। চোখ বন্ধ করলেই স্বপ্ন দেখতাম। স্বপ্ন গুলোর ডাল পালা ছিল। অন্তহীন এই যাত্রায় কবে যে কোথায় কত ডাল ভেঙ্গে পরে গেছে, কবে যে ভুলে গিয়েছি ষোল সতেরো বছর বালকের অসাধ্য সাধন করবার জেদ গুলোকে !! কত কিছু জলাঞ্জলি দিয়ে আজ এখানটায় ... মস্ত বড় এক ডায়নাসারের গর্ভে মিশে গেছে আমার অতীত। একটা সময় খুব ভবিষ্যৎ নিয়ে ভাবতাম। এখন আমি ভাবি না কিছু। কি অতীত- কি বর্তমান ; কিছু না। আমাকে নিয়ন্ত্রণ করে সময়। একটা দলছুট পাখি যেভাবে আকাশে হারিয়ে যায় , নিজেকে সেভাবে ছেড়ে দিয়েছি সময়ের কাছে। এমন কিছু নেই যেটা হারালে আমি হারিয়ে যাব কিংবা এমন কিছু নেই যেটা পেলে নিজেকে খুঁজে পাব।