Skip to main content

কালো কঙ্কাল

 আকাশে চিল ভাসমান নেমে আসে নিচে রোদের মতন

তবু রোদ পড়ে গ্যাছে মনে হয় যেনো সব বেলাশেষের ক্লান্ত পথিক।

চিত্রাহরিণের মতো  দলবেঁধে প্রচন্ড বেগে এগিয়ে যাচ্ছে সূর্যের দিকে অমরতা পাবে বলে 

আমি ফিরে যাচ্ছি পিছনে অন্ধকার ধেয়ে আসছে আমাকে খাবে বলে

ডাকাতের মতো কালো কঙ্কাল 



Comments

Popular posts from this blog

তোমার শহর

  একদিন চেহারায় দীপ্তি বদলে বয়সের ছাপ ফুটে উঠবে,কালো চুল সাদা হবে,খালি চোখে ভারী চশমা উঠবে, হাঁটবো কুঁজো হয়ে তোমার শহর ঘুরে বেড়াব। বুকে কফ জমা কাশি দিয়ে মুচকি একটা রেখা অতিক্রম করবে

keep learning..............

 And it's okay, dude.  It's okay to be selfish for things you truly deserve and to start putting yourself in the front seat of your priorities. It's okay not to listen to other people's opinions about you and to stay for who you are right now. It's okay to take a pause and to skip the routine once in a while as long as it helps you breathe. It's okay to commit the same mistake again as long as you keep learning and to try your best not to do it again. It's okay to have those lazy days and not to get off from your bed. It's okay to get tired and to take a little rest. It's okay to get mad and go ahead, scream all your frustrations in the air. It's okay to cry and feel all those negative emotions as long as you promise to take care of yourself again.   dude, I just want to remind you  that it's okay —  It's okay to be human,  it's okay to be you.