একটা সময় খুব ভবিষ্যৎ নিয়ে ভাবতাম। চোখ বন্ধ করলেই স্বপ্ন দেখতাম। স্বপ্ন গুলোর ডাল পালা ছিল। অন্তহীন এই যাত্রায় কবে যে কোথায় কত ডাল ভেঙ্গে পরে গেছে, কবে যে ভুলে গিয়েছি ষোল সতেরো বছর বালকের অসাধ্য সাধন করবার জেদ গুলোকে !! কত কিছু জলাঞ্জলি দিয়ে আজ এখানটায় ...
মস্ত বড় এক ডায়নাসারের গর্ভে মিশে গেছে আমার অতীত। একটা সময় খুব ভবিষ্যৎ নিয়ে ভাবতাম। এখন আমি ভাবি না কিছু। কি অতীত- কি বর্তমান ; কিছু না। আমাকে নিয়ন্ত্রণ করে সময়। একটা দলছুট পাখি যেভাবে আকাশে হারিয়ে যায় , নিজেকে সেভাবে ছেড়ে দিয়েছি সময়ের কাছে। এমন কিছু নেই যেটা হারালে আমি হারিয়ে যাব কিংবা এমন কিছু নেই যেটা পেলে নিজেকে খুঁজে পাব।
Comments
Post a Comment