অনুভূতি ক্ষেত্র বিশেষ। একই ঘটনার দুই রকম অনুভূতি হতে পারে। ঠিক তেমনি প্রত্যেকটি অনুভূতির ইচ্ছে এবং চিন্তা আছে। নিজেকে আবিষ্কার করার জন্য সব চাইতে ভালো সময় হল- যখন আপনি রয়েছেন একটি খারাপ সময়ে.।
একদিন চেহারায় দীপ্তি বদলে বয়সের ছাপ ফুটে উঠবে,কালো চুল সাদা হবে,খালি চোখে ভারী চশমা উঠবে, হাঁটবো কুঁজো হয়ে তোমার শহর ঘুরে বেড়াব। বুকে কফ জমা কাশি দিয়ে মুচকি একটা রেখা অতিক্রম করবে
Comments
Post a Comment