ভালোবাসা তৈরি হয় একে অপরের প্রতি আন্তরিক বিশ্বাস থেকে। বিশ্বাস হারানোর সাথে সাথে ভালোবাসাও মরে যায়। কাউকে ভালোবাসা যতটা সহজ তারচেয়ে কঠিন সকল বাঁধা অতিরিক্তম করে ভালোবাসার পূর্ণতা দেওয়া।
ভালোবাসাটা খুব সহজ, ভালো রাখাটা সহজ নয়। যতদিন প্রিয় মানুষটাকে সন্দেহ করবেন বিশ্বাস করতে পারবেন না,ততদিন আপনার ভালোবাসা পেন্ডুলামের মতো জুলে থাকবে।
যাকে ভালোবাসবেন তাকে আগে বিশ্বাস করতে শিখুন। যদি মন থেকে বিশ্বাস করতে না পারেন সম্পর্কটা না এগুনোই ভালো।
'দিনশেষে তাদের প্রেমেই বিচ্ছেদ আসে,'
যারা প্রিয় মানুষটার সাথে সুখে-দুখে,বিপদে-আপদে ছায়ার মতো বিশ্বাসী শিকল আঁকড়ে ধরে থাকে। প্রকৃত ভালোবাসা কখনো কারও কান কথার কারণে ভেঙে যায় না। প্রকৃত ভালোবাসা কখনো বয়সের সাথে সাথে কমে যায় না। বরং আরও বাড়তেই থাকে। এবং বেঁচে থাকে যুগের পর যুগ বছরের পর।
Comments
Post a Comment